১৯৭১ সনের মহান মুত্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিলেন, যে সকল বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন তাহাদের স্মৃতিকে চির অ¤øান করে রাখার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের ইতিহাসকে চির প্রবাহমান করার উদ্দেশ্যে এলাকার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী এবং সমাজসেবীদের সহযোগিতায় এই বিদ্যালয়টি ১৯৯৬ ইং সনে প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মরহুম আলহাজ¦ মোঃ গিয়াস উদ্দিন বীর প্রতিকের অবদান চির স্মরণীয়। বিদ্যালয়ের উন্নয়ন সহায়ক হিসেবে নারায়ণগঞ্জ এ,ডি,পি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের আর্থিক অনুদান উল্লেখযোগ্য।
বিগত ২৭ বছর যাবৎ এলাকার শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ছাত্র/ছাত্রীদের মেধাকে উন্নত ও যুগোপযোগী মানে পরিণত করার প্রয়াসে সম্মানিত পরিচালনা কমিটি এবং বিদ্যালয়ের অভিজ্ঞ, উচ্চ শিক্ষিত একদল উদীয়মান শিক্ষক/শিক্ষিকাগণ ব্যতিক্রমধর্মী পাঠদানে নিরলস প্রচেষ্টা চালাইয় যাইতেছেন। যাহার কারণে প্রতি বছর বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে। বিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা পরিষদ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মানিত পরিচালনা কমিটিকে সর্বদাই মূল্যবান উপদেশ দিয়ে থাকেন।
01745